গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-২০২৪: লোকসান ও ক্ষয়ক্ষতির তহবিল পূরণ নিশ্চিতে জলবায়ুতে অর্থ বরাদ্দের দাবি তরুণদের।

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে Fridays For Future এর বাংলাদেশ শাখার নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন তরুণ সংগঠন ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশ , ইকো নেটওয়ার্ক, লাল সবুজ সোসাইটি, ওএবি ফাউন্ডেশন, এবং যুব পরিবেশ উন্নয়ন সংস্থা সহ বিভিন্ন  পরিবেশবাদী সংগঠন আজ ২০ সেপ্টেম্বর গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক আয়োজন করেছে। এই কর্মসূচিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে শেষ হয়। এটি একটি বৈশ্বিক আন্দোলনের অংশ যা জলবায়ু ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের দাবি জানাচ্ছে। 

শত শত তরুণ জলবায়ুযোদ্ধা স্ট্রাইকটিতে অংশগ্রহণ করেন, যেখানে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর এবং নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়ানোর দাবি তোলা হয়। অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন, যা বাংলাদেশ সরকারের পাশাপাশি বৈশ্বিক নেতাদের উদ্দেশ্যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে জরুরি ও কার্যকর পদক্ষেপের আহ্বান জানায়।

গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে জলবায়ু যোদ্ধারা “We want justice,climate justice”, “What do we want? Climate Justice” , “Hey hey, ho ho, Climate change has got to go” , ” এক দফা এক দাবি, ফসিল ফুয়েল পরিত্যাগ” , ” জলবায়ু সুবিচার, এখানেই এখনই” ইত্যাদি স্লোগানে শহীদ মিনার ও প্রেসক্লাব মুখরিত করে তোলে।

বাংলাদেশ পৃথিবীর অন্যতম জলবায়ু – ঝুঁকিপূর্ণ দেশ, কিন্তু এই ঝুঁকি ও এর প্রভাব মোকাবিলায় তেমন কার্যকর পদক্ষেপ এখনো নেয়া হয়নি, হলেও টা বাস্তবায়ন হচ্ছে অত্যন্ত ধীরগতিতে। এখনি টেকসই ও কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা না হলে আমাদের দেশকে মারাত্মক ও দীর্ঘমেয়াদী সমস্যায় পড়তে হবে। স্ট্রাইকটি সমাপ্ত হয় জীবাশ্ম জ্বালানি পরিহারের পাশাপাশি টেকসই শক্তির দিকে আরও শক্তিশালী পদক্ষেপের জন্য জোরালো আহ্বান জানিয়ে।

শেয়ার করুন..
5 1 vote
Article Rating
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments