জলবায়ু পরিবর্তন এর ফলে কিভাবে মানবাধিকার প্রভাবিত হয়?

জলবায়ু পরিবর্তন এর ফলে কিভাবে মানবাধিকার প্রভাবিত হয়?

জলবায়ু পরিবর্তন এর ফলে কিভাবে মানবাধিকার প্রভাবিত হয় এই সম্পর্কে আরো ভালোভাবে জানতে হলে চলুন একটা ঘটনা দেখে আসি ২০০৭ সালে বঙ্গোপসাগরে এলাকায় সৃস্টি হয় একটি ঘূর্ণিঝড়। ২০০৭ সালে উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের মধ্যে এটি ৪র্থ নামকৃত ঘূর্ণিঝড়। এটির আরেকটি নাম ট্রপিক্যাল সাইক্লোন । শ্রীলংকান শব্দ ‘সিডর’ বা ‘চোখ’-এর নামের এর নাম করণ করা হয়েছে। ২০০৭ সালের ১৫ নভেম্বর সকাল বেলা পর্যন্ত বাতাসের বেগ ছিল ঘণ্টায় ২৬০ কিমি/ঘণ্টা এবং ৩০৫ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া বইছিলো। একারণে সাফির-সিম্পসন স্কেল অনুযায়ী একে ক্যাটেগরি-৫ মাত্রার ঘূর্ণিঝড় আখ্যা দেয়া হয়। এই ঝড়ে কমপক্ষে ৩,৪৪৭ জন মানুষ মারা যায়, তবে কিছু ধারণা অনুযায়ী এই সংখ্যা ১৫,০০০ পৌঁছেছে বাংলাদেশ সরকার এ ঘটনাকে জাতীয় দূর্যোগ বলে ঘোষণা করেছে। এ ঘূর্ণিঝড়ে ৮.৯ মিলিয়ন হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

জলবায়ু পরিবর্তন কি? 

আমরা অনেকেই হয়তো জানি আবার অনেকেই জানিনা জলবায়ু পরিবর্তন আসলে কি? জলবায়ু পরিবর্তন হচ্ছে কোনও একটি জায়গায় বছরের পর বছর ধরে আবহাওয়ার যে গড়-পড়তা ধরন। আবহাওয়ার সেই চেনাজানা ধরন বদলে যাওয়াকেই বলা হচ্ছে জলবায়ু পরিবর্তন। পৃথিবী গরম হয়ে পড়ছে এবং তার ফলে দ্রুত বদলে যাচ্ছে আবহাওয়ার বহুদিনের চেনাজানা আচরণ।

এবার আসা যাক মানবাধিকার কি? 

মানবাধিকার হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য যে অধিকার গুলোর প্রয়োজন সেই অধিকার গুলোই  হচ্ছে মানবাধিকার। মানবাধিকারের মধ্যে গুরুত্বপূর্ণ হলো মৌলিক অধিকার গুলো।

মৌলিক অধিকার কত প্রকার ও কি কি? 

আমরা ছোটবেলা থেকে বইতে পড়ে  আসছি আমাদের পাঁচটি মৌলিক অধিকার রয়েছে সেগুলো হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা 

মানবাধিকারের সাথে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক কি

মানবাধিকারের সাথে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে যেই প্রাকৃতিক দুর্যোগ গুলো হয় এবং এই দুর্যোগ গুলোর কারণে মানুষের মৌলিক অধিকার গুলো প্রভাবিত হয় 

যেমন প্রথমেই ধরা যাক  খাদ্যের কথা 

খাদ্য  আমাদের মৌলিক  চাহিদা গুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ।   খাদ্য আসলে আসে কোথা থেকে আসে? এই প্রশ্ন করলে সবাই খুব সহজেই বলে দিতে পারবে কৃষি থেকে এবং এই কৃষি  জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কিভাবে যেমন প্রাকৃতিক কোন দুর্যোগ আসলে আমরা হয়তো বিভিন্নভাবে বেঁচে যেতে পারি কিন্তু আমাদের   ফসলের জমি গাবাদি পশু  এগুলো বাঁচানো আমাদের পক্ষে কঠিন হয়ে পড়ে এরপর তৈরি হয় খাদ্য সংকট ।

*বাসস্থান

খাদ্যের সাথে সাথে বাসস্থান ও কিন্তু ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়। যেমন বাংলাদেশে বড় কোন  ঘূর্ণিঝড় বা বন্যা হলে অনেকেই কিন্তু বাসস্থান হারায় তাই খাদ্যের সাথে সাথে বাসস্থান ও ক্ষতিগ্রস্ত হয় ।

*চিকিৎসা 

জলবায়ু পরিবর্তনে দুর্যোগ গুলোর কারণে সবচেয়ে বেশি কষ্ট হয় অসুস্থ মানুষদের। যেমন যাতায়াতে সমস্যা খাওয়া-দাওয়া সমস্যা ঠিকমতো ওষুধ না পাওয়ার সমস্যা সে ক্ষেত্রে চিকিৎসা খাত  ও  ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়।

*শিক্ষা 

 জলবায়ু পরিবর্তনের দুর্যোগগুলোর কারণে শিক্ষা ও ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়। যেমন আমরা কয়েকদিন আগেই দেখতে পেয়েছি  রমজানে শিক্ষা প্রতিষ্ঠান অনেকদিন বন্ধ থাকার পরেও প্রচন্ড তাপদাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান অনেকদিন বন্ধ ছিল এছাড়া অনেক শিক্ষার্থী অসুস্থ হয়েছে শিক্ষকরা অসুস্থ হয়েছে। এছাড়াও আমরা বিভিন্ন  প্রাকৃতিক দুর্যোগের সময় দেখতে পাই  শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে যেতে আসলে দুর্যোগকালীন সময়ে শিক্ষা অনেকাংশেই বন্ধ থাকে। 

এক্ষেত্রে দেখা যায় অন্যান্য যে বিষয়গুলোর কারণে মানুষ হয়তো একটা দুইটা অধিকার বঞ্চিত হয় কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ  সবগুলো অধিকার বঞ্চিত হয়। 

দিন শেষে আমরা বলতে পারি আমাদের প্রত্যেকের অধিকার নিশ্চিত এ জলবায়ু পরিবর্তনে নিয়ে  কাজ করা ছাড়া কোন বিকল্প নেই।  

লিখেছেন: সায়েম সিদ্দিক

শেয়ার করুন..
4 1 vote
Article Rating
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments