জলবায়ু পরিবর্তনের প্রভাব
বর্তমান বিশ্বের বহুল আলোচিত একটি বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তন।জলবায়ু পরিবর্তন বিশ্বের সবচেয়ে ভয়াবহ সমস্যা।এর ফলে আবহাওয়ার পরিবর্তন ঘটছে এবং পৃথিবী প্রতিনিয়ত নানাবিধ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে।জলবায়ু পরিবর্তন মানবজাতিকে এক মারাত্মক সংকটের মুখে ফেলছে।
পরিবেশ বিজ্ঞানীদের মতে,১৮৫০ থেকে ২০০০ সাল পর্যন্ত পৃথিবীর তাপমাত্রা প্রায় ৬ গুণ বৃদ্ধি পেয়েছে।এই অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির ফলে বিভিন্ন পরিবেশগত সমস্যা ও বিপর্যয় দেখা দিচ্ছে।
জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের নানাবিধ ক্ষয়ক্ষতি সাধিত হচ্ছে।এর ফলে পরিবেশের উপর পড়ছে বিরূপ প্রভাব।জলবায়ু পরিবর্তনের প্রভাব:
১.সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি:জলবায়ু পরিবর্তনজনিত কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় মেরূ অঞ্চলে ও পর্বতমালায় জমে থাকা বরফ গলতে শুরু করেছে।যার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে।
২.মরুকরণ:জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীতে মরূকরণ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।এর ফলে বিভিন্ন অঞ্চল মরূভূমিতে পরিণত হচ্ছে।
৩.জীববৈচিত্র্যের ক্ষতি:জলবায়ু পরিবর্তনজনিত
সমস্যার কারণে জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।
৪.নানা রকম রোগব্যাধি:জলবায়ু
পরিবর্তনজনিত সমস্যার কারণে মানবসমাজে রোগ-ব্যাধির প্রভাব বাড়ছে।সূর্যের অতিবেগুনি রশ্মির ফলে চামড়ার ক্যানসার,টিউমার,চোখে ছানি পড়ার মতো রোগের প্রভাব পড়েছে।
৫.পানির সমস্যা:জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার জন্য ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে।নদ-নদীতে পানির প্রবাহ কমছে এবং অনেক নদী শুকিয়ে যাচ্ছে।
৬.ঋতু চক্রের পরিবর্তন:জলবায়ু পরিবর্তনের ফলে স্বাভাবিক ঋতুচক্রের পরিবর্তন ঘটছে।
৭.ঝড় জলোচ্ছাস বৃদ্ধি:জলবায়ু পরিবর্তনের ফলে যেমন ঝড়-জলোচ্ছ্বাস,সাইক্লোন বৃদ্ধি পেয়েছে তেমনি সমুদ্রপথে যান চলাচলের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে।
৮.অতিবৃষ্টি-অনাবৃষ্টি:জলবায়ু পরিবর্তনের ফলে একদিকে যেমন অতিবৃষ্টি হচ্ছে অন্যদিকে অনাবৃষ্টির ফলে চাষাবাদের মারাত্মক ক্ষতি হচ্ছে।
৯.নদ নদীর নাব্যতা হ্রাস:জলবায়ু পরিবর্তনের ফলে নদ-নদীর নাব্যতা হ্রাস পাচ্ছে।
১০.লবণাক্ত পানির অনুপ্রবেশ:সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় এলাকায় লবণাক্ত পানি প্রবেশ করছে।এর ফলে ভূমি চাষাবাদের অনুপযুক্ত হয়ে পড়ছে।পরিণতিতে অর্থনীতির উপর বিরূপ প্রভাব পড়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব পৃথিবীর জন্য মারাত্মক হুমকিস্বরূপ হয়ে দাঁড়িয়েছে।এ সমস্যা সমগ্ৰ মানবজাতিকে এক চরম সংকটের দিকে ঠেলে দিচ্ছে।তাই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে।কেননা,আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই পরবর্তী প্রজন্মকে একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী উপহার দিতে পারব।