জলবায়ুর পেছনে বিজ্ঞান?
বর্তমানে জলবায়ু শব্দটা সবার কাছে পরিচিত। কিন্তু জলবায়ু শব্দের ভেতরে যে বিজ্ঞান রয়েছে তা নিয়ে বেশিরভাগ মানুষের অজানা ।জলবায়ু বিষয়ে জানা থাকলে আমরা তীব্র গরমের মাঝে পড়তাম নাহ। কারন জানার পরে মানুষ সচেতন হয়। তাই সবার জানা দরকার জলবায়ু কি , কি ভাবে এটি পরিবর্তন হয় এবং পরিবর্তনের ফলে কি রকম ক্ষতি হতে পারে?

জলবায়ু বলার আগে আবহাওয়া নিয়ে একটু বলতে হয়। কারন আবহাওয়া এবং জলবায়ুর মাঝে পার্থক্য রয়েছে। আবহাওয়া হচ্ছে প্রতিদিনের পরিবেশ ও বায়ুমন্ডলের ক্রিয়াকলাপ। আর অন্য দিকে জলবায়ু হচ্ছে দীর্ঘ সময়ের আবহাওয়ার গড় অবস্থা।
বর্তমান সময়ে আমরা যে তাপমাত্রা পরিবর্তন লক্ষ্য করি তা কিন্তু আজকের বা গতকালে জন্য তৈরি হয়নাই, এটি দীর্ঘ সময় ধরে আবহাওয়া পরিবর্তনে ফল। যার ফলে বর্তমান সময়ে পৃথিবী জুড়ে তীব্র গরম সাথে নানান দূর্যোগ।
জলবায়ু নিয়ে আমাদের ধারনা হয়েছে। এবার আসি জলবায়ু পরিবর্তন কি ভাবে হয় তা নিয়ে একটু জানি। জলবায়ু পরিবর্তনটা পরিবেশ থেকে হয়। পরিবেশ বলতে বুঝি আমাদের চারপাশে যা কিছু আছে তাই আমাদের পরিবেশ। পরিবেশ প্রধানত দুই প্রকার। একটা প্রাকৃতিক পরিবেশ, আরেকটা হলো সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ বলতে প্রকৃতির দেওয়া পরিবেশকে বুঝায় আর অপরদিকে আমাদের চারপাশে যেসব মানুষ রয়েছে তাদের নিয়ে গঠিত পরিবেশই সামাজিক পরিবেশ।তার মধ্যে সামাজিক পরিবেশর কাজকর্ম দ্বারা প্রাকৃতিক পরিবেশ প্রভাবিত হয়।
আমরা জানি জলবায়ুর পরিবর্তন খুবই দ্রুত গতিতে হচ্ছে। আর এই পরিবর্তনের পিছনে কিছু কারণ রয়েছে।
পুরো ইতিহাস জুড়ে দেখি পৃথিবীর জলবায়ু পরিবর্তনে সামাজিক পরিবেশ প্রত্যক্ষ ভাবে জড়িত। জলবায়ু ভয়াবহ পরিবর্তনে প্রধান কারন হলো মানুষের কর্মকাণ্ড।২০২৩ সালের মার্চ মাসে “Intergovernmental Panel on Climate Change (IPCC)” দ্বারা প্রকাশিত প্রতিবেদনে স্পষ্টভাবে নিশ্চিত করা হয়েছে যে, মানব কার্যকলাপ জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ।

মানুষ তাদের প্রয়োজনে কাটছে গাছ ও পোড়াচ্ছে জীবাশ্ম জ্বালানি। এর ফলে উৎপন্ন হচ্ছে গ্রীনহাউস গ্যাসের ও পরিবেশে বাড়ছে গ্রিনহাউসের প্রভাব। গ্রিনহাউসের প্রভাব পৃথিবীতে জীবনের জন্য অত্যাশ্যক, কিন্তু মানুষ্য-সৃষ্ট নিঃসরণ বায়ুমন্ডলে তাপকে আটকে রাখছে ও মহাকাশে তাপ ছেড়ে দেওয়ার কাজকে ধীর করে দিচ্ছে। এতে বৈশিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে খুব দ্রুত।
পরিশেষে বলা যায় জলবায়ু পরিবর্তন খুব ভয়াবহ। যা কিনা আমাদের পরিবেশের নানান ক্ষতির কারন হয়ে দাঁড়িয়েছে । পর্বে শুনতাম জলবায়ু পরিবর্তনে আমাদের ক্ষতি হবে আর বর্তমানে শুনতে হচ্ছে নাহ বরং আমরা সবাই প্রভাবিত হচ্ছি। পরিবর্তন অব্যাহত থাকলে সামনে আর কঠিন রূপ নিবে আমাদের এই পৃথিবী।
আসুন সচেতন হই জলবায়ু পরিবর্তনের প্রতি, সচেতন হই পরিবেশের প্রতি।
আমাদের সচেতনতা গড়ে উঠুক আগামীর সুন্দর পৃথিবী।
Writer: Sharafat Karim